ফেসবুকের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ -খবর দিয়ে শুরু করছি আইসিটি গুরুকুল নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
ফেসবুকের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ
তারকা, জনপ্রিয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফেসবুক পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন দেখা যায়। তবে চাইলেই সবাই নিজেদের ফেসবুক পেজের পাশে নীল রঙের টিকচিহ্ন ব্যবহার করতে পারেন না। কারণ, ব্যবহারকারীর পরিচয় যাচাই করে নির্দিষ্ট পেজে নীল টিকযুক্ত ভেরিফায়েড ব্যাজ যুক্ত করে থাকে ফেসবুক। ফলে সবাই বুঝতে পারে পেজটি আসল। বিষয়টি মাথায় রেখে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক করে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছে একদল হ্যাকার।
ব্যবসায় ধারণা জমা দিয়ে পুরস্কার
স্মার্ট বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের সহায়তা করতে ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’ আয়োজন করছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির সহযোগিতায় আয়োজিত দুই দিনের এ সম্মেলন আগামী ৯ জুন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
ভাঁজ করা ফোন আনছে গুগল
দীর্ঘদিন ধরেই ভাঁজ করা (ফোল্ডেবল) ফোন তৈরির জন্য কাজ করছে গুগল। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের তৈরি প্রথম ভাঁজ করা ফোন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘পিক্সেল ফোল্ড’ নামের ফোনটির ভিডিও প্রকাশ করেছে তারা। গুগলের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রুপালি রঙের পিক্সেল ফোল্ড বইয়ের মতো ভাঁজ খুলে ব্যবহার করা যায়। ভাঁজ করা অবস্থায় ফোনটির পর্দার আকার ৫ দশমিক ৮ ইঞ্চি। তবে ভাঁজ খোলার পর পর্দার আকার হবে ৭ দশমিক ৬ ইঞ্চি। ফলে আকারে ছোট ট্যাবলেট কম্পিউটারের আদলে বড় পর্দায় কাজ করার পাশাপাশি ভিডিও বা সিনেমা দেখার সুযোগ মিলবে।

স্প্যাম কল থেকে মুক্তি দিতে নতুন সুবিধা হোয়াটসঅ্যাপ
বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত অডিও কল করেন হোয়াটসঅ্যাপে। এসব স্প্যাম কলের কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা–ই নয়, স্প্যাম কলের কারণে প্রতারণার শিকার হন অনেকে। ব্যবহারকারীদের স্প্যাম কল থেকে রক্ষা করতে ‘সাইলেন্স আননোন কলারস’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে মেটার মালিকানাধীন অ্যাপটি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।
ইনস্টাগ্রাম পোস্টে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে পরীক্ষামূলক উদ্যোগ
শুধু ‘ক্লোজ ফ্রেন্ড’ অর্থাৎ নির্বাচিত বন্ধুরা পোস্ট দেখতে পারবেন এমন সুবিধা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে ইনস্টাগ্রাম। এর ফলে ইনস্টাগ্রামের পোস্ট সবার জন্য উন্মুক্ত না হয়ে শুধু ক্লোজ ফ্রেন্ডরা দেখতে পারবেন।
প্রযুক্তি–গবেষক অ্যালেজান্দ্রো পালুজ্জি বলছেন, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ফিডে কোনো পোস্ট করার ক্ষেত্রে অডিয়েন্স নামে একটি ট্যাব দেখতে পারবেন। এ ট্যাবে ‘এভরিওয়ান’ ও ‘ক্লোজ ফ্রেন্ড’ নামের আলাদা দুটি অপশন দেখা যাবে। এভরিওয়ান চালু করলে সবাই পোস্টটি দেখতে পারবেন এবং ক্লোজ ফ্রেন্ড চালু করলে শুধু নির্বাচিত বন্ধুরাই পোস্টটি দেখতে পারবেন। এ সুবিধা চালুর ফলে এখন ইনস্টাগ্রামের ফিড ও স্টোরিতে নির্বাচন করা বন্ধুদের সঙ্গে ছবি, ভিডিও বা আধেয় শেয়ার করা যাবে।
মেসেঞ্জারে আদান-প্রদান করা ছবি, ভিডিও ও লিংক মুছে যাওয়ার অভিযোগ
মেসেঞ্জারে বন্ধু বা পরিচিতদের বার্তা পাঠানোর পাশাপাশি ছবি, ভিডিও ও প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক আদান-প্রদান করেন অনেকে। মেসেঞ্জারে আদান-প্রদান করা সব তথ্য চ্যাট অপশনে সংরক্ষিত থাকায় পরবর্তী সময়ে সেগুলো চাইলেই ব্যবহার করা যায়। কিন্তু দেশ-বিদেশের বেশ কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, মেসেঞ্জারের চ্যাট অপশনে পুরোনো কোনো ছবি, ভিডিও ও লিংক দেখা যাচ্ছে না। অর্থাৎ, হঠাৎ মেসেঞ্জারে আদান-প্রদান করা ছবি, ভিডিও ও লিংক মুছে গেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার লেখার সহকারী আনল গ্রামারলি
সম্প্রতি ব্যবহারকারীদের আধেয় (কনটেন্ট) তৈরি এবং তা সমৃদ্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) টুল এনেছে ইংরেজি বানান ও ব্যাকরণগত ভুল শোধরানোর অ্যাপ গ্রামারলি। লেখার সহকারী (রাইটিং অ্যাসিস্ট্যান্ট) হিসেবে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দিতে সক্ষম এই টুলটির নাম ‘গ্রামারলিগো’। এটি ব্যবহারকারীদের ব্লগ পোস্ট, ই–মেইল ও অন্যান্য লেখা লিখতে সাহায্য করবে।
মটোরোলার স্মার্টফোন বাংলাদেশে এডিসন গ্রুপের কারখানায় তৈরি হবে
মটোরোলার সঙ্গে চুক্তি হলো সিম্ফনি মোবাইল ফোনের নির্মাতা বাংলাদেশি প্রতিষ্ঠান এডিসন গ্রুপের। এ চুক্তির আওতায় এখন থেকে মটোরোলা এডিসন গ্রুপের মোবাইল ফোন তৈরির কারখানা এডিসন ইন্ডাস্ট্রিজের মাধ্যমে মুঠোফোন তৈরি করবে এবং বাংলাদেশে বাজারজাত করবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ–সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। অনুষ্ঠানে এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ ও মটোরোলা ইন্ডিয়ার বিজনেস হেড হরিয়ম কুমার মিশ্র নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
আরও পড়ুনঃ