মেট্রোপলিটন ও ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এইচএসসি – আই.সি.টি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) [ HSC – ICT (Information and Communications Technology) ] তথা একাদশ ও দ্বাদশ শ্রেণীর – আই.সি.টি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) [ Class 11 & 12 – ICT (Information and Communications Technology) ] এর ২য় অধ্যায় [ Chapter 2] এ পড়ানো হয়। তাছাড়া আলিম ক্লাস [ Alim Class ] ও অন্যান্য শিক্ষা ব্যবস্থায় এই বিষয়টি পড়ানো হয়।
Table of Contents
মেট্রোপলিটন ও ওয়াইড এরিয়া নেটওয়ার্ক
ওয়ান/WAN এর পূর্ণরূপ হলো – Wide Area Network / ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্ক যারা বিভিন্ন দূরত্বে অবস্থিত নেটওয়ার্ক ব্যবস্থা। এর একটি উদাহরণ হলো ইন্টারনেট। কারণ ISP ব্যবহার করে এটি ছোট ছোট স্থানীয় নেটওয়ার্ক বা মেট্রো এলাকা নেটওয়ার্কের সংযোগ স্থাপন করে।
এটি এমন একটি নেটওয়ার্ক যা বিস্তৃত ভৌগোলিক এলাকা যেমন – শহর, রাজ্য বা দেশ জুড়ে অবস্থিত।এটি ব্যবসার অংশগুলো যুক্ত করতে ব্যক্তিগত হতে পারে বা ছোট নেটওয়ার্কগুলো একসাথে যুক্ত করতে আরও বেশি জনসাধারণ হতে পারে।
এ নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে ই-মেইল আদান-প্রদান করা ,বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা, ফাইল ডাউনলোড, অনলাইন শপিং ইত্যাদি করা যায়। এর আওতায় কম্পিউটারগুলো কেবল একটি শহরে সীমাবদ্ধ থাকতে পারে অথবা এগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়েও ছিটিয়ে থাকতে পারে। তবে ওয়ানের পুরো বিষয়টি নির্ভর করছে ফিজিক্যাল লাইন, ফাইবার অপটিক ক্যাবল, স্যাটেলাইট ট্রান্সমিশন এবং মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের উপর।
WAN এর সুবিধা ঃ
১। এই নেটওয়ার্ক এর দ্বারা আমরা বিশ্বর বিভিন্ন স্থানে ইমেইল বা তথ্য শেয়ার করতে পারি এবং অনলাইন এর বিভিন্ন কাজ যেমন সপিং (Shopping) করতে পারি।
২। বিভিন্ন তথ্য, পত্র-পত্রিকা, বই , চলচিত্র ইত্যাদি সংগ্রহ বা ব্যাবহার করা যায়।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর দ্বারা সারা পৃথিবী বা বিশ্বব্যাপী একটি গ্লোবাল নেটওয়ার্ক ( Global Network ) স্থাপন করা যায়।
৪। পৃথিবীব্যাপী সমস্থ ধরণের প্রতিষ্ঠানগুলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) দ্বারা পরিচালনা করা যায়।
৫। অগুনিত ডিভাইস এ একসঙ্গে এক্সেস পাওয়া যায়।
WAN এর অসুবিধা ঃ
১। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর যন্ত্রাংশ এবং কার্যপ্রণালী কিছুটা জটিল।
২। এই নেটওয়ার্ক এর ডিজাইন খুব কষ্ট সাধ্য একটি প্রক্রিয়া।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) অন্য নেটওয়ার্ক এর তুলনায় খরচ তুলনামূলক বেশি।
৪। ডাটা আদান প্রদান এর গতি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এ অন্য নেটওয়ার্ক এর তুলনাই কম।
৫। দূরদুরান্তে বা দূর স্থানে তথ্য প্রেরণের সময় এই নেটওয়ার্ক (WAN) তথ্যর নিরাপত্তা বিগ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
মেট্রোপলিটন ও ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর বিস্তারিত ঃ
আরও পড়ুনঃ