আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন।
প্রথম অধ্যায় নমুনা প্রশ্ন
১. কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
ক. কম্পিউটার
খ. ইন্টারনেট
গ. মোবাইল ফোন
ঘ. অপটিক্যাল ফাইবার
২. কোনটি আউটসোর্সিং-এর কাজের জন্য ব্যহৃত ওয়েবসাইট নয়।
ক. www.upwork.com
খ. www.elance.com
গ. www.guru.com
ঘ. www.bikroy.com
৩. কোনটির মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল?
ক. রেডিও
গ. কম্পিউটার
খ. টেলিভিশন
ঘ. ল্যান্ড ফোন
৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-
i. সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি করবে
ii. সরকারি সেবার মান উন্নয়ন হবে
iii. সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i.
খ. i ও ii
গ. ii ও iii.
ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মনে কর রায়হান আজ থেকে ৫০ বছর পরে বান্দরবানে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলো। সে সাথে থাকা ফোনে ঢাকায় চিকিৎসকের সাথে যোগাযোগ করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হার্টে সফল অপারেশন করেন।
৫. রায়হান অসুস্থ হতো না –
i. জিনোম প্রযুক্তির সাহায্যে তার রোগের কারণ আগেই অপসারণ করলে
ii. বান্দরবান বেড়াতে না গেলে
iii. তার শরীরের উপযোগী ঔষধ তৈরি করে খেয়ে নিলে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii.
ঘ. i, ii ও iii.
৬. রায়হানের দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?
ক. কম্পিউটার
খ. রোবট
গ. আইসিটি
ঘ. ইন্টারনেট
৭. ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাওর চাল কিনতে চায়। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সে পোলাওর চাল কিনতে পারে?
৮. কী করে হাজার মাইল দূরে থেকেও অসুস্থ রোগির জটিল অপারেশন করা যায় ব্যাখ্যা কর।
৯. প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে – ব্যাখ্যা কর।
আরও পড়ুনঃ