আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায় নমুনা প্রশ্ন।
দ্বিতীয় অধ্যায় নমুনা প্রশ্ন
১. কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
ক. মেস টপোলজি
গ. স্টার টপোলজি
খ. রিং টপোলজি
ঘ. ট্রি টপোলজি
২. প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজিতে?
ক. মেস টপোলজি
খ. রিং টপোলজি
গ. স্টার টপোলজি
ঘ. ট্রি টপোলজি
৩. নতুন পৃথিবীর সম্পদ কী?
ক. তথ্য
খ. উপাত্ত
গ. কম্পিউটার
ঘ. ইন্টারনেট

৪. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ হলো –
i. মিডিয়া হতে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া
ii. ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্কে দেওয়া
iii. কম্পিউটারকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা
ক. i.
খ. i ও ii
গ. ii ও iii.
ঘ. i, ii ও iii.
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
করিম সাহেব শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এর স্ক্যান কপি ইত্যাদি সবকিছুই তার ড্রপবক্সে সংরক্ষণ করেন। তিনি একবার লন্ডনে একটি সেমিনারে যোগ দিলেন। সেমিনার চলাকালীন তিনি উচ্চ শিক্ষার একটি সুযোগ পান। এজন্য তাকে কিছু সনদের কপি দিতে হয়েছিল। তিনি কাজটি সহজেই করে ফেললেন।
৫. এক্ষেত্রে করিম সাহেব সনদগুলো কীভাবে পেলেন?
ক. ডাকযোগে
খ. ফ্যাক্সের মাধ্যমে
গ. কম্পিউটার ব্যবহার করে
ঘ. ইন্টারনেট ব্যবহার করে
৬. ড্রপবক্স ব্যবহারের সুবিধা হলো-
i. এটি যেকোনো স্থানে খোলা যায়।
ii. এতে তথ্য গোপন ও সংরক্ষিত থাকে
iii. সিডির মাধ্যমে বহন করা যায়।
ক. i.
খ. i ও ii
গ. ii ও iii.
ঘ. i, ii ও iii.
৭. তোমার বিদ্যালয়ের দশটি কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহারের নেটওয়ার্ক তৈরির জন্য একটি টপোলজি যুক্তিসহ সুপারিশ কর।
৮. রাউটারের কাজ করার পদ্ধতি বর্ণনা কর ।
১৯. অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা কর ।
আরও পড়ুনঃ
1 thought on “দ্বিতীয় অধ্যায় নমুনা প্রশ্ন”