দুই বোতামের মাউস | সারা সপ্তাহের খবর

দুই বোতামের মাউস | সারা সপ্তাহের খবর -খবর দিয়ে শুরু করছি আইসিটি গুরুকুল নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

দুই বোতামের মাউস

 

দুই বোতামের মাউস | সারা সপ্তাহের খবর

 

মাইক্রোসফট করপোরেশন দুই বোতামের মাইক্রোসফট মাউসের ঘোষণা দেয়। এটি তখন মাইক্রোসফটের নতুন ওয়ার্ড প্রসেসরের সঙ্গেই ছাড়া হয়। মাইক্রোসফট আইবিএম এবং আইবিএম কমপ্যাটিবল পার্সোনাল কম্পিউটারে (পিসি) ব্যবহারের জন্য এক লাখ মাউস তৈরি করে। কিন্তু শুরুতে মাত্র পাঁচ হাজার মাউস বিক্রি হয়।….

পুরস্কারের প্রলোভন দেখিয়ে ভুয়া মেইল পাঠাচ্ছেন হ্যাকাররা

গুগলের ‘অনলাইন রিওয়ার্ড প্রোগ্রাম-এ পুরস্কার জেতার কথা বলে জি-মেইল ব্যবহারকারীদের কাছে ভুয়া মেইল পাঠাচ্ছেন হ্যাকাররা। গুগলের কর্মী পরিচয়ে পাঠানো ভুয়া এ মেইলে পুরস্কার গ্রহণের পদ্ধতি জানার জন্য লিংকে ক্লিক করতে বলা হয়। লিংকে ক্লিক করলেই ফোন বা কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করে পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য চুরি করতে থাকে। বিষয়টি জানতে পেরে ব্যবহারকারীদের ভুয়া মেইল থেকে সতর্ক থাকতে অনুরোধ করেছে গুগল।

বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ পরাশক্তির শীর্ষ দশে ইরান

অস্ট্রেলিয়াভিত্তিক অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (এএসপিআই) প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞান ও প্রযুক্তি পরাশক্তির দেশগুলোর মধ্যে ভবিষ্যতের শীর্ষ দশে স্থান করে নিয়েছে ইরান। ক্রিটিক্যাল টেকনোলজি ট্র্যাকার শিরোনামের এ প্রতিবেদনে ভবিষ্যৎ বিজ্ঞান ও প্রযুক্তি পরাশক্তির দেশগুলোর মধ্যে নবম স্থানে রয়েছে দেশটি। অস্ট্রেলীয় সরকার প্রতিষ্ঠিত এএসপিআই অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত একটি প্রতিরক্ষা এবং কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান, যা এ বিষয়ে ‘থিঙ্কট্যাংক’ হিসেবে কাজ করে।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

টিকটকে নতুন যে সুবিধা আসছে

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশ করা যায় বলে তরুণ-তরুণীদের কাছে বর্তমানে খুবই জনপ্রিয় টিকটক। নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে নিয়মিত নতুন সুবিধা যুক্তও করে থাকে চীনের ভিডিও বিনিময়ের নেটওয়ার্কটি। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের চেহারার আদলে অ্যাভাটার (ইমোজি) তৈরির সুবিধা চালু করতে যাচ্ছে টিকটক।

৪১ নারীকে স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান করল আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প

সোমবার (১০ এপ্রিল) “স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান” বিষয়ক এই অনুষ্ঠানে এসব অনুদান দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের এলডি হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA) কর্তৃক আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি।

চাঁদের দক্ষিণ মেরুর ছবি

 

দুই বোতামের মাউস | সারা সপ্তাহের খবর

 

এতদিন চাঁদের দক্ষিণ মেরু ছিল অধরা মাধুরী। সেই অধরা মাধুরীকে ক্যামেরাবন্দি করে চমকে দিল নাসা। এই অজানা-অচেনা দক্ষিণ মেরুর কোথায় কী রয়েছে তা এবার বোঝা সহজ হবে জ্যোতির্বিজ্ঞানীদের। এই ছবি পাওয়ার পর নাসার বিজ্ঞানীরা চাঁদকে আরও ভালো করে জানতে উঠে পড়ে লেগেছেন।

দক্ষিণ কোরিয়ার অরবিটার ‘দানুরি’তে নাসার একটি ক্যামেরা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের ছবি ফেরত পাঠিয়েছে। মালিন স্পেস সায়েন্স সিস্টেমস এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি দ্বারা তৈরি শ্যাডো ক্যাম এই অসাধ্য সাধন করেছে। কোরিয়া পথফাইন্ডার লুনার অরবিটারে থাকা আরও পাঁচটি কোরিয়ান যন্ত্রের সঙ্গে উড়ছে ওই শ্যাডোক্যাম।

মঙ্গল ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের কী পার্থক্য

পৃথিবীর কাছের গ্রহ মঙ্গল। চাঁদের পর সবথেকে যে গ্রহ নয়ে মানুষের জানার আগ্রহ বেশি, সেই মঙ্গলের অভ্যন্তরীণ গঠন কেমন ছিল, তা নিয়ে সাম্প্রতিক গবেষণা সামনে এসেছে। সেই গবেষণায় দেখা গিয়েছে কী পার্থক্য পৃথিবীর সঙ্গে। কোথায় মিল, কোথায় অমিল, তার তুলনাও টেনেছেন বিজ্ঞানীরা।

পৃথিবী এবং মঙ্গল গ্রহ উভয়ের অভ্যন্তরেই তরল আয়রনের সমন্বয়ে গঠিত কোর রয়েছে। কিন্তু মঙ্গলে কেন্দ্রের প্রায় ২০ শতাংশ আয়রন অর্থাৎ লোহার থেকে হালকা উপাদান দিয়ে গঠিত। তার বেশিরভাগ সালফার রয়েছে। তবে অক্সিজেন, কার্বন এবং হাইড্রোজেনও রয়েছে।

আরও পড়ুনঃ

23 thoughts on “দুই বোতামের মাউস | সারা সপ্তাহের খবর”

Leave a Comment