চতুর্থ অধ্যায় নমুনা প্রশ্ন

আমাদের আজকের আলোচনার বিষয় চতুর্থ অধ্যায় নমুনা প্রশ্ন।

 

চতুর্থ অধ্যায় নমুনা প্রশ্ন

 

চতুর্থ অধ্যায় নমুনা প্রশ্ন

 

১. প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
ক. মাইক্রোসফট এক্সেল
খ. ভিসিক্যালক
গ. ওপেন অফিস ক্যালক
ঘ. কেস্প্রেড

২. ওয়ার্কবুক ব্যবহার করা যায় না-
ক. বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে
খ. ব্যবসার হিসাব-নিকাশ করতে
গ. ডাক্তারি পরীক্ষা করতে
ঘ. ক্রিকেট খেলার রান হিসেব করতে

৩. মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে?
ক. কুইক টুলবার
খ. মেনুবার
গ. রিবন
ঘ. স্ট্যাটাস বার

৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব –
i. হিসাব-নিকাশ সহজ করে দিয়েছে।
ii. কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে।
iii. অনেক কাজ ঘরে বসেই করা সম্ভব করেছে।

ক. i.
খ. i ও ii
গ. ii ও iii.
ঘ. i, ii ও iii.

নিচের তথ্যগুলো পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল
জিরাব প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ১০ জন
দিরাই প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ১৫ জন
নলাম প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ৫ জন পলাশ প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ ৫ পেয়েছে ১৮ জন

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

৫. বিদ্যালয়গুলোর তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেলের কোন অপশনটি ব্যবহার সুবিধাজনক?
ক. টেবিল
খ. চার্ট
গ. ফর্মুলা
ঘ. ফিল্টার

৬. মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলোর-
i. মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে
ii. জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর শতকরা হার পাওয়া যাবে
iii. বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে
ক. i.
খ. i ও ii
গ. ii ও iii.
ঘ.i, ii ও iii.

৭. পরীক্ষার ফলাফল সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক?
৮. Spreadsheet-এ যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন?
৯. Spreadsheet ব্যবহারের কৌশল বর্ণনা কর।

চতুর্থ অধ্যায় নমুনা প্রশ্ন

 

আরও পড়ুনঃ

Leave a Comment